দুর্গাপুরে রোকনদের বৈঠক অনুষ্ঠান
- আপডেট সময় : ০৩:৩৮:১৬ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫ ১৩১ বার পড়া হয়েছে

✍️ স্টাফ রিপোর্টার: আবু রায়হান
রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী-র রোকন (সদস্য) বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন দলের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ ও উপজেলা পর্যায়ের রোকনগণ।
বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আব্দুল খালেক, আমির – জামায়াতে ইসলামী, রাজশাহী জেলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ নুরুজ্জামান লিটন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি – রাজশাহী জেলা এবং রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া) আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী।
প্রধান অতিথি তার বক্তব্যে উপস্থিত রোকনদের উপস্থাপিত মাসিক রিপোর্টসমূহ পর্যালোচনা করেন এবং রিপোর্টের মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, “প্রতিটি সদস্যের রিপোর্ট যেন দলীয় আদর্শ, শৃঙ্খলা ও কার্যক্রমের প্রতিফলন ঘটায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে।” এছাড়া তিনি সদস্যদের দ্বায়িত্বশীল ভূমিকার প্রশংসা করে ভবিষ্যতে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
বিশেষ অতিথি মোহাম্মদ নুরুজ্জামান লিটন তার বক্তব্যে আসন্ন জাতীয় নির্বাচন, সাংগঠনিক কাঠামো শক্তিশালীকরণ ও সমাজে ইসলামি আদর্শ প্রতিষ্ঠায় সদস্যদের আরো ঐক্যবদ্ধ ও গতিশীল হওয়ার আহ্বান জানান।
সভায় আরও উপস্থিত ছিলেন:
মাষ্টার সাইফুল ইসলাম, আমীর – দুর্গাপুর উপজেলা
মোঃ শামীম উদ্দিন, সেক্রেটারি – দুর্গাপুর উপজেলা
মোঃ সোহরাব বারী, সভাপতি – উপজেলা ওলামা পরিষদ
আবু এইচ সরকার প্রমুখ।



















