তানোরে ভূমিদস্যু আ.লীগ নেতা গ্রেফতার
- আপডেট সময় : ০৫:৩৮:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫ ২৫ বার পড়া হয়েছে

সোহানুল হক পারভেজ রাজশাহী বিভাগীয় প্রধান : রাজশাহীর তানোরে এক ইউনিয়ন ভূমি
অফিসের কর্মকর্তা-কর্মচারীদের ওপর আ.লীগ
দোসরদের হামলার ঘটনায় তিনজনকে
গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার
(১১ সেপ্টেম্বর) বিকালে নিজ এলাকা থেকে
তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার (১২
সেপ্টেম্বর) সকালে পুলিশ স্কটের মাধ্যমে
গ্রেফকৃতদের সংশ্লিষ্ট বিজ্ঞ আদালতে পাঠানো
হবে বলে নিশ্চিত করেছেন থানার ডিউটি
অফিসার এএসআই মো. মহসিন আলী।
গ্রেফতারকৃতরা হলেন- স্থানীয় ইউনিয়ন
আওয়ামী লীগের সহ-সভাপতি ও চাঁন্দুড়িয়া
উপরপাড়া গ্রামের বাসিন্দা মৃত আব্দুল গফুরের
পুত্র কথিত কবিরাজ ভূমিদস্যু আবুল কালাম
আজাদ (৫৬) ও তার ভাই মোতাহার আলী
(৩২)। এছাড়াও একই এলাকার মৃত ফজলুর
রহমানের পুত্র কেরামত আলী (৪৫)। পুলিশ ও
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার
চাঁন্দুড়িয়া ইউপির পোস্ট অফিস সংলগ্ন সরকারি ১ নম্বর খাস খতিয়ানভুক্ত ১১ শতক জমি ভরাট করে ভূমিদস্যু জোরপূর্বক গ্রেফতারকৃতরা। ইউএনওর নির্দেশে ঘটনাস্থলে গিয়ে তানোর এ সময় খবর পেয়ে ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা তানভীর আহম্মেদ সজীব বাঁধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে ভূমি অফিসের লোকজনের ওপর হামলা চালিয়ে লাঞ্ছিত করে গ্রেফতারকৃতসহ অজ্ঞাতনামা ৭/৮ জন।
এ ঘটনায় জীবন বাঁচানোর তাগিদে পালিয়ে রক্ষা পায় ভূমি অফিসের বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারী। এ নিয়ে ঘটনার দিন বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) তানভীর আহম্মেদ সজীব বাদী হয়ে ৩ জন নামধারী ছাড়াও অজ্ঞাতনামা ৭/৮ জন ব্যক্তির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরে ইউএনওর নির্দেশে ৯ সেপ্টেম্বর জমি জরিপ
করা হয়। জরিপে দেখা যায় শুধু ভরাট করা জায়গা নয়, রাস্তার পাশে অবস্থিত ভূমিদস্যু কালামের দ্বিতল ভবনের প্রায় ১৪ ফিট জায়গা সরকারি সম্পত্তি। ফলে তাকে দুই সপ্তাহের মধ্যে ভবন সরানোর জন্য নির্দেশ দেয়া হয়। এ বিষয়ে তানোর ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা তানভীর আহম্মেদ সজীব বলেন, সরকারি জায়গা জরিপ করে দেখা যায় শুধু ভরাট করা জায়গা নয়, রাস্তার পাশে অবস্থিত দ্বিতল ভবনের প্রায় ১৪ ফিট সরকারি সম্পত্তি ভূমিদস্যু কালাম হাজী জোরপূর্বক দখলে নিয়ে সেখানে দ্বিতল ভবন নির্মাণ করেছেন। ফলে দুই সপ্তাহের মধ্যে ভবন সরানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন ইউএনও স্যার। পরে ১০ সেপ্টেম্বর বুধবার দিবাগত রাতে থানায় মামলা রুজু করা হলে ১১ সেপ্টেম্বর দুপুরে তাদের গ্রেফতার করে পুলিশ। এ ব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন বলেন, মামলার প্রেক্ষিতে আসামিদের গ্রেফতার করে শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে পুলিশ স্কটের মাধ্যমে সংশ্লিষ্ট বিজ্ঞ আদালতে পাঠানো হবে।






















