জনগণের অধিকার প্রতিষ্ঠায় শিবগঞ্জে বিএনপি নেতা বেলাল ই বাকী ইদ্রিশীর লিফলেট বিতরণ
- আপডেট সময় : ০১:২৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫ ২৪ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট্র কাঠামো বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে উপজেলার মোবারকপুর ইউনিয়নের টিকোরী বাজারে বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ লিফলেট বিতরণ কর্মসূচি হয়। এতে নেতৃত্ব দেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বিএনপি নেতা বেলাল ই বাকী ইদ্রিশী।
প্রধান অতিথির বক্তব্যে বেলাল ই বাকী ইদ্রিশী বলেন,
জনগণের প্রত্যাশা ও স্বপ্ন পূরণের অঙ্গীকার নিয়ে তারেক রহমান যে ৩১ দফা রাষ্ট্র কাঠামো ঘোষণা করেছেন, তা দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রূপরেখা।
তিনি আরও আশা প্রকাশ করেন, এ কর্মসূচি দেশব্যাপী আন্দোলন-সংগ্রামে নতুন গতি সঞ্চার করবে।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মফিজ উদ্দিন মাস্টার, জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য নাজিব অদুদ ওমি, ছাত্রনেতা রিদয়সহ বিএনপি ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।
নাদিম হোসেন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
০১৮৭৭২৫২৫৭৫


















