চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত।
- আপডেট সময় : ০২:১৬:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫ ৮৩ বার পড়া হয়েছে

মোঃ খুরশেদ আলম স্টাফ রিপোর্টার ঃ
চাঁপাইনবাবগঞ্জ ডিপ্লোমা ফার্মাসিস্টদের আয়োজনে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত হয়েছে। আজ ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের সামনে এক বর্ণাঢ্য র্যালীর মাধ্যমে দিবসটি পালিত হয়।
এসময় ফার্মাসিস্টরা বিভিন্ন বক্তব্যের মাধ্যমে তাদের উল্লেখ যোগ্য মতামত গুলো তুলে ধরে ফার্মাসিস্ট মোঃ গোলাম ফারুক, ফার্মাসিস্ট মোঃ আল মামুন ও ফার্মাসিস্ট মোঃ আল-আমিন বলেন স্বাস্থ্য ভাবলে ফার্মাসিস্ট কে ভাবতে হবে। একজন ডাক্তার রোগ নির্ণয় করে চিকিৎসা প্রদান করে থাকে আর একজন ফার্মাসিস্ট সঠিক ঔষুধ প্রয়োগ,নিরাপদ ডোজ ঔষধে অন্তক্রিয়া রোগের কাউন্সিলিং ও চিকিৎসা কার্যকারিতার সেবা দান করে থাকে। চিকিৎসক ও ফার্মাসিস্ট একে অপরের সহযাত্রী। স্বাস্থ্য সেবার প্রতিটি ধাপে আমরা জনগনের জন্য সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করে থাকি।
স্বাস্থ্য খাতে ফার্মাসিস্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে কিন্তু আমাদের পেশাগত জীবনে এর কোন দৃশ্যমান উন্নতি নাই। আমাদের সাথে অনান্য ডিপ্লোমা ফার্মাসিস্ট যেমন সিনিয়র স্টাফ নার্স, কৃষি ডিপ্লোমা এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এরা সবাই দশম গ্রেড হোল্ড করছেন। তাই ফার্মাসিস্ট হিসেবে আমাদের সকলের একটাই দাবি আজকের এই বিশ্ব ফার্মাসিস্ট দিবসের মাধ্যমে যত দ্রুত সম্ভব সরকার বাহাদুর তার সুচিন্তিত মতামতের মাধ্যমে আমাদের দশম গ্রেডের ব্যবস্থা করে দিবেন।






















