৩০ বছর শিক্ষকতার পর সহকারী প্রধান শিক্ষককে রাজকীয় বিদায়
- আপডেট সময় : ০৬:২২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫ ১১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক ঃ
শিক্ষকের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধার বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষকের বিদায় বেলায় প্রাক্তন, বর্তমান শিক্ষার্থী ও সহকর্মীদের রাজকীয় বিদায়ে সিক্ত হলেন দীর্ঘ ৩০ বছর শিক্ষকতা করা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের সোনাবর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মু: শাহ্জাহান আলম।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে শিক্ষকের অবসরগ্রহণ উপলক্ষে রাজকীয় বিদায় অনুষ্ঠানের আয়োজন করেন বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, সহকর্মীরা।
জানা গেছে, ১৯৯৫ সালে সহকারী শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করে দায়িত্ব পালনের পর ২০১০ সাল থেকে সহকারী প্রধান শিক্ষক ছিলেন তিনি।
প্রিয় শিক্ষকের বিদায় সংবর্ধনার আয়োজন করেন, “শিক্ষক-শিক্ষিকা, প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীরা”
শিক্ষককে ফুল দিয়ে বরণ করে স্কুলে নিয়ে আসেন প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। তারপর মঞ্চে উঠিয়ে সংবর্ধনা দেয়া হয়। চারপাশের পরিবেশ যেন ভারি হয়ে উঠে। এই শিক্ষকের বিদায়ের সময় বিদ্যালয়ে এক আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়। শিক্ষাগুরুর ভালোবাসার স্মৃতিচারণ করেন প্রাক্তন শিক্ষার্থীরা।
বিদ্যালয়টির বর্তমান শিক্ষার্থী নাইম রেজা বলেন, তিনি ছিলেন আমাদের আলোর পথপ্রদর্শক ও আদর্শ শিক্ষক, যার সততা, ত্যাগ ও নেতৃত্ব আজীবন প্রেরণা হয়ে থাকবে।
বিদায়ী অনুষ্ঠানে একাধিক শিক্ষার্থীরা জানান, ‘তিনি আমাদের আলোর পথ দেখিয়েছেন। তার দেওয়া পথে আমরা অনেকে প্রতিষ্ঠিত হয়েছি, স্যারের স্মৃতি ভোলার নয়। তিনি আমাদের হৃদয়ের অন্তঃস্থল স্থায়ী হয়ে থাকবেন। তিনি চিন্তায় ও মননে ছিলেন একজন আদর্শ শিক্ষক। তিনি ছিলেন রাজনৈতিক বা আঞ্চলিক দলাদলির ঊর্ধ্বে একজন বিশিষ্ট ব্যক্তিত্ব।
বিদায়ী সংবর্ধনায় শাহ্জাহান আলম দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণ করেন। ও ভবিষ্যতে শিক্ষাকার্যক্রম ও শিক্ষা উন্নয়নে প্রিয় শিক্ষার্থী ও সহকর্মীদের দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। পরে হাতে সম্মাননা স্মারক ও নানা ধরনের উপহার নিয়ে সুসজ্জিত গাড়ি করে বাড়ি ফিরলেন তিনি।



















