নিজস্ব প্রতিবেদক :
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। আবহমানকাল ধরে এদেশের হিন্দু সম্প্রদায় উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে নানা ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের মধ্য দিয়ে দুর্গাপূজা করে আসছে।
এই পূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সবাইকে শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা জানিয়েছেন, ৪৪, চাঁপাইনবাবগঞ্জ -২ নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট সংসদীয় আসনের
এবং জাতীয়তাবাদী দল বিএনপি'র আস্থাভাজন
নেতা ও ধানের শীষের এমপি পদপ্রার্থী, সাবেক ছাত্রনেতা, বুয়েট আহসউন্নাহ হলের সাবেক ভিপি, ইঞ্জিনিয়ার ইমদাদুল হক মাসুদ।
এক শুভেচ্ছা বাণীতে তিনি বলেন, দূর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা ধনী-গরীব নির্বিশেষে সবাই যেন এ আনন্দ সমানভাগে ভাগাভাগি করে নিতে পারেন এই প্রত্যাশা আমার।
তিনি শুভেচ্ছা বার্তায় বলেন, সকলের সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করি, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশে যুগ যুগ ধরেই সকল ধর্মের মানুষ তাদের নিজ নিজ ধর্মীয় উৎসব নিরবিঘ্নে সম্প্রতির সাথেই পালন করেন আসছেন। এই সম্প্রীতির বন্ধন আরও অটুট হউক।