একজন আলোকবর্তিকার নিভে যাওয়া — শিক্ষক মোঃ নাজমুল হকের অকালপ্রয়াণে শোকের ছায়া
- আপডেট সময় : ০১:৪২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫ ৬২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: আবু রায়হান
📅 ১ সেপ্টেম্বর ২০২৫ | 📍 চারঘাট, রাজশাহী
বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক পরিষদ, চারঘাট উপজেলার সম্মানিত সভাপতি ও জাফর পুর, বালিকা বিদ্যালয়ের নিবেদিতপ্রাণ সহকারী শিক্ষক মোঃ নাজমুল হক মাস্টার (৪৫) আজ দুপুর ১২টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুর কারণ হিসেবে জানা যায়—সাপের দংশনে বিষক্রিয়া।
> إِنَّا لِلّهِ وَإِنَّـا إِلَيْهِ رَاجِعونَ
(নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয়ই তাঁরই দিকে প্রত্যাবর্তনকারী)
মরহুম নাজমুল হক ছিলেন একজন নিষ্ঠাবান শিক্ষক, একজন আদর্শবান সংগঠক এবং শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার এক অক্লান্ত পথিকৃৎ। তার অকালমৃত্যুতে শিক্ষক সমাজ হারালো এক উজ্জ্বল নক্ষত্র।
🔹 শোকবার্তা:
মরহুমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন—
বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন রাজশাহী জেলা সভাপতি ড. মু. ওবায়দুল্লাহ
জেলা সেক্রেটারি অধ্যাপক মিনহাজুল ইসলাম
জেলা সহঃ সেক্রেটারি অধ্যাপক মোঃ আনোয়ারুল করীম
মাধ্যমিক শিক্ষক পরিষদ রাজশাহী জেলা সভাপতি মোঃ আব্দুল আজিজ
জেলা সেক্রেটারি মোঃ শেরে আলম
প্রাথমিক শিক্ষক পরিষদের জেলা সভাপতি ও রাজশাহী অঞ্চল তত্ত্বাবধায়ক মোঃ আবু হানিফ
নেতৃবৃন্দ বলেন, “মোঃ নাজমুল হক মাস্টার ছিলেন শিক্ষক সমাজের অহংকার, একজন আদর্শ মানুষ ও সংগ্রামী নেতৃত্বের প্রতীক।” তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকাহত পরিবারকে এই দুঃসময়ে ধৈর্য ধারণের শক্তি দান করতে মহান আল্লাহর দরবারে প্রার্থনা জানান।
📌 শিক্ষক মোঃ নাজমুল হক এর জীবনের এক ঝলক:
পেশায়: সহকারী শিক্ষক, জাফর বালিকা বিদ্যালয়
পদবী: সভাপতি, মাধ্যমিক শিক্ষক পরিষদ, চারঘাট উপজেলা
বয়স: ৪৫ বছর
মৃত্যুর কারণ: সাপের কামড়ে বিষক্রিয়া
একজন আদর্শ শিক্ষকের এমন করুণ বিদায় শিক্ষক সমাজকে যেমন শোকাহত করেছে, তেমনি সমাজকেও ভাবিয়ে তুলেছে। শিক্ষা-আলোয় আলোকিত তার জীবন আমাদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
🕊️ বিদায় প্রিয় শিক্ষক, আপনার অবদান শ্রদ্ধায় স্মরণীয় হয়ে থাকবে চিরকাল…



















