দুর্গাপুরে পূজামণ্ডপ পরিদর্শনে জামায়াত নেতা নুরুজ্জামান লিটন, সকল ধর্মের মানুষের পাশে থাকার আশ্বাস
- আপডেট সময় : ০১:৪৮:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫ ৬০ বার পড়া হয়েছে

📰 স্টাফ রিপোর্টার: আবু রায়হান
📅 ৩০ সেপ্টেম্বর ২০২৫
রাজশাহী জেলার দুর্গাপুরে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন রাজশাহী জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুহাম্মদ নুরুজ্জামান লিটন।
পূজামণ্ডপ পরিদর্শনের সময় তিনি সনাতন ধর্মাবলম্বী নাগরিকদের খোঁজ-খবর নেন এবং তাঁদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আলোচনায় মিলিত হন। একইসঙ্গে বিভিন্ন পূজামণ্ডপে নিরাপত্তা ও সহযোগিতা প্রসঙ্গে আশ্বাস দেন।
পরিদর্শনকালে তিনি বলেন,
> “আপনারা কোন সময় কোন কারণেই ভয় পাবেন না। আমরা সবসময় আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকব।”
তিনি আরও বলেন,
> “আপনাদের সন্তানদের শুধুমাত্র ধর্মীয় নয়, নৈতিক শিক্ষাও দিন। তারা যেন মাদক বা অনলাইন জুয়ার মতো ক্ষতিকর আসক্তিতে না জড়ায়—সে বিষয়ে অভিভাবকদের সচেতন থাকতে হবে।”
নির্বাচনী প্রচারণা ও জনসংযোগ
দুর্গাপুর উপজেলার বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন নুরুজ্জামান লিটন। এসময় তিনি দাঁড়িপাল্লা প্রতীক সম্বলিত নির্বাচনী লিফলেট বিতরণ করেন এবং আগাম নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে দলীয় কর্মীদের সঙ্গে কৌশল নির্ধারণে মতবিনিময় করেন।
উপস্থিত ছিলেন,
নেতার এ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন:
মাস্টার মো. সাইফুল ইসলাম, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, দুর্গাপুর উপজেলা
মো. শামীম ইসলাম, সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, দুর্গাপুর উপজেলা
মো. রফিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, দুর্গাপুর উপজেলা
নুর আলম, আমীর, জামায়াতে ইসলামী, দুর্গাপুর পৌরসভা
এছাড়াও উপজেলা ও পৌরসভার বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পূজামণ্ডপ পরিদর্শন এবং নির্বাচনী জনসংযোগের মধ্য দিয়ে মুহাম্মদ নুরুজ্জামান লিটন আবারও
প্রমাণ করলেন যে, তিনি শুধুমাত্র একটি দলের প্রতিনিধি নন; বরং তিনি ধর্ম-বর্ণ নির্বিশেষে সমাজের সকল শ্রেণী পেশার মানুষের যোগ্য অভিভাবক।



















