রাজশাহীর দুর্গাপুরে জামায়াত নেতার পুকুরে বিষ প্রয়োগ, ৫ লাখ টাকার মাছ নিধন!
- আপডেট সময় : ০১:৪০:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫ ৬৫ বার পড়া হয়েছে

📍 স্টাফ রিপোর্টার: আবু রায়হান
📅 ঘটনার তারিখ: ২ অক্টোবর, বৃহস্পতিবার | প্রকাশিত: [আজকের তারিখ]
রাজশাহীর দুর্গাপুর উপজেলার আড়াইল গ্রামে ঘটে গেছে এক হৃদয়বিদারক ঘটনা। দুর্বৃত্তদের পরিকল্পিত বিষ প্রয়োগে ৫ বিঘা আয়তনের একটি মাছের পুকুরে নিধন হয়েছে প্রায় ৫ লক্ষাধিক টাকার মাছ। এই ঘটনার ফলে দিশেহারা হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত মৎস্য চাষি, স্থানীয় জামায়াত নেতা ইয়াসিন আলী।
স্থানীয় সূত্রে জানা যায়, ২ অক্টোবর দিবাগত রাত আনুমানিক ২টার দিকে কিসমত গনকৈড় ইউনিয়নের আড়াইল গ্রামে ইয়াসিন আলীর মালিকানাধীন পুকুরে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে। পুকুরে আগে থেকেই চাষ করা ছিল নানা জাতের মাছ। সকালের দিকে স্থানীয়রা দেখতে পান, পানির ওপর ভেসে উঠেছে শত শত মৃত মাছ। তখনই স্পষ্ট হয়—পুকুরে বিষ প্রয়োগ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাটি পূর্বপরিকল্পিত এবং শত্রুতামূলক। ধারণা করা হচ্ছে, চাষির সাফল্যে ঈর্ষান্বিত হয়ে কেউ এই নিন্দনীয় কাজটি করেছে।
🎤 মৎস্য চাষির করুণ প্রতিক্রিয়া:
ক্ষোভ আর হতাশায় ভেঙে পড়েছেন ইয়াসিন আলী। তিনি বলেন,
“এই পুকুরটা আমার জীবনের ভরসা ছিল। ধার-দেনা করে মাছ চাষ করেছিলাম। সব শেষ হয়ে গেল। এখন আমি কোথায় যাব, কীভাবে চলব বুঝতে পারছি না।”
🕵️♂️ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ:
এলাকাবাসীর দাবি, ঘটনার দ্রুত তদন্ত করে দোষীদের শনাক্ত ও শাস্তির আওতায় আনা হোক। এমন ন্যাক্কারজনক কর্মকাণ্ড যেন আর কোনো পরিশ্রমী চাষিকে দিশেহারা না করে।






















