নিখোঁজ সংবাদ — একজন মায়ের সন্ধানে সাহায্য করুন!
- আপডেট সময় : ০২:৪৯:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫ ১৪১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার আবু রায়হান
৩ অক্টোবর ২০২৫
রাজশাহী জেলার দুর্গাপুর থানাধীন সায়বাড় গ্রামে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। গ্রামের মোঃ আশরাফ আলীর সহধর্মিণী সহিদা বেগম (বয়স আনুমানিক ৫৫ বছর) গত ২৫ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে স্বামীর বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। তারপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, সহিদা বেগম দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছেন। তার হঠাৎ নিখোঁজ হওয়ায় পরিবারের সদস্যরা চরম উৎকণ্ঠায় সময় পার করছেন। আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের বাড়ি-বাড়ি খোঁজ নেওয়ার পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ সহিদা বেগমের পরনে ছিল সাধারণ বাঙালি নারীর পোশাক (শাড়ি), গায়ের রং উজ্জ্বল ফর্সা, উচ্চতা আনুমানিক ৫ ফুট ২ ইঞ্চি। কারো কাছে যদি উনার কোনো সন্ধান থাকে বা উনাকে কোথাও দেখে থাকেন, তাহলে দয়া করে নিচের নম্বরগুলোতে দ্রুত যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে:
📞 ইসমাইল: 01738452137
📞 রাজন: 01751653958
একজন মা, একজন স্ত্রী, একজন পরিবারের প্রাণ – তার নিরাপদ ফিরে আসা নির্ভর করছে আমাদের সচেতন দৃষ্টির ওপর। আপনার একটি ফোন কল হয়তো ফিরিয়ে দিতে পারে একটি পরিবারকে তাদের প্রিয়জনকে।


















