চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বেসরকারী সংস্থা ভার্কের সমৃদ্ধি কর্মসূচীর উদ্যোগে আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৫ পালিত
- আপডেট সময় : ০৫:৪৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫ ১৯ বার পড়া হয়েছে

মোঃ শাহ কবির,ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলায় বেসরকারী সংস্থা ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার ভার্ক-এর আয়োজনে প্রবীণ জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়ন কর্মসূচির আওতায় “স্থানীয় বৈশ্বিক পদক্ষেপে বয়স্ক ব্যক্তিবর্গ; আমাদের আকাঙ্খা আমাদের মঙ্গল এবং আমাদের অধিকার ” প্রতিপাদ্য বিষয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা ৭ অক্টোবর মঙ্গলবার ভার্ক মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
ভার্কের সমৃদ্ধি কর্মসূচীর উপজেলা প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোসাঃ হাজেরা খাতুনের নেতৃত্বে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার রবিউল ইসলাম কবিরাজ, উপজেলা সমাজ সেবা অফিসার নাসিম আহমেদ, ভার্কের ঋণ কর্মসূচীর সহকারী পরিচালক আরিফুজ্জামান, প্রবীণ ব্যক্তিত্ব তোফোজ্জল হোসেন। উপস্থিত ছিলেন ভোলাহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ রবিউল ইসলাম ও গোলাম কবির, সাধারণ সম্পাদক শাহ কবির, রুমান প্রমুখ। এ ছাড়া বিভিন্ন অঞ্চলের প্রবীণ নারী-পুরুষ এতে অংশগ্রহণ করেন। এর আগে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রোগ্রাম কো-অর্ডিনেটর হাজেরা খাতুন। তিনি ভার্কের সমৃদ্ধি কর্মসূচীর মাধ্যমে প্রবীণ ও জনমানুষের চিকিৎসা, জনস্বাস্থ্য, বৃক্ষরোপণ, খেলাধূলা ও ঋণ সহায়তাসহ বিভিন্ন সেবাধর্মী প্রকল্প বাস্তবায়নের কথা তুলে ধরেন। অন্য বক্তাগণ, পরিবারে, সমাজে ও জাতীয় ভাবে প্রবীণ ব্যক্তিদের গুরুত্ব ও প্রভাব এবং জ্ঞান ও নির্দেশনার ক্ষেত্রে অতীব প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। এরপর একটি বর্ণাঢ্য র্যালী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মোঃ শাহ কবির ০১৭৩৪৯৭০৭২০
৭-১০-২০২৫



















