তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নিয়ামতপুরে লিফলেট বিতরণ
- আপডেট সময় : ০৪:২০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫ ১৩৪ বার পড়া হয়েছে

জাকির হোসেন
নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মঙ্গলবার (১৪ অক্টোর) বিকালে নওগাঁ নিয়ামতপুর উপজেলার হাজিনগর ইউনিয়নের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করা হয়েছে। বিশিষ্ট ব্যবসায়ী বিএনপি নেতা আল মামুনের নেতৃত্বে এ সময় স্থানীয় নেতৃবৃন্দ বিভিন্ন দোকানপাট, বাসা বাড়ি ও পথচারীদের মাঝে জনাব তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ করেন।
এ সময় আল মামুন বলেন, আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নে (নিয়ামতপুর -পোরশা -সাপাহার) মাটি ও মানুষের নেতা সাবেক সংসদ সদস্য নিয়ামতপুর উপজেলা বিএনপি’র সভাপতি ডাক্তার ছালেক চৌধুরী নির্দেশে প্রতিটি ঘরে ঘরে ৩১ দফা পৌঁছে দেওয়ার কাজ করে যাচ্ছি।
এ সময় তিনি আরো বলেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে ধানের শীষকে বিজয় করতে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ সময় হাজিনগর ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

















