স্টাফ রিপোর্টার: আবু রায়হান
তারিখ: ২০ অক্টোবর ২০২৫ | রাজশাহী
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে নির্বাচনী মাঠ সরগরম হয়ে উঠেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ সোমবার বিকেল ৫টায় দুর্গাপুর থানার পালি বাজার, সাহাবাজপুর এবং কাশেমপুর এলাকায় গণসংযোগ, লিফলেট বিতরণ, ও পথসভা অনুষ্ঠিত হয়।
এতে নেতৃত্ব দেন রাজশাহী জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী মুহাম্মদ নুরজ্জামান লিটন। রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া) আসনের উৎসাহ উদ্দীপনায় ভরপুর এই পথসভায় বিপুল সংখ্যক জনতার উপস্থিতি প্রমাণ করেছে—জনগণ পরিবর্তন চায়, জনগণ সুশাসনের পক্ষে।
বক্তব্যে লিটন বলেন,
"আমরা এই দেশে আর চাঁদাবাজি, টেন্ডারবাজি, গুম-খুন ও দুঃশাসনের রাজনীতি দেখতে চাই না। জনগণের অধিকার ফিরিয়ে আনতেই আমরা মাঠে নেমেছি।"
তিনি আরও বলেন,
"শিক্ষক সমাজ আজও ন্যায্য সম্মান ও প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত। তাদের দাবি অবিলম্বে মেনে নেওয়া উচিত—এটি সরকারের প্রতি আমার আহ্বান।"
সুশাসন, ন্যায়বিচার এবং রাজনৈতিক স্থিতিশীলতার প্রতিশ্রুতি দিয়ে তিনি জানান, জামায়াতে ইসলামী জনগণের পাশে থেকে কাজ করতে চায়; ভয় বা দমননীতির রাজনীতি নয়—নতুন প্রজন্মের ভবিষ্যৎ গঠনে ইতিবাচক ও নৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠা করাই তাদের লক্ষ্য।
এ সময় আরো উপস্থিত ছিলেন—
মাস্টার সাইফুল ইসলাম, দুর্গাপুর থানা আমীর;
নুর আলম, উপজেলা আমীর;
মোঃ সোহরাব হোসেন, আমীর ৬ নং মাড়িয়া ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী;
মোঃ আলিউল ইসলাম, আমীর ৫ নং ঝালুকা ইউনিয়ন;
মোঃ রফিকুল ইসলাম, সেক্রেটারি ঝালুকা ইউনিয়ন;
অধ্যাপক মুক্তার আলী, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী, ৫ নং ঝালুকা ইউনিয়ন।
স্থানীয়রা জানান,
"নুরজ্জামান লিটনের মতো ক্লিন ইমেজের প্রার্থী এই অঞ্চলের জন্য আশার আলো। তিনি বাস্তবসম্মত ও স্পষ্ট বক্তব্য রাখেন—এই জন্যই সাধারণ মানুষ তার প্রতি আস্থাশীল।"
অনুষ্ঠানটি ঘিরে গোটা এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। বাজারের ব্যবসায়ী, শিক্ষক, যুবসমাজ ও প্রবীণ নাগরিকদের সক্রিয় অংশগ্রহণে এটি পরিণত হয় একটি জনসমাবেশে।
রাজনীতির মাঠে জমে উঠেছে রাজশাহী-৫ আসন। আজকের প্রচারণা স্পষ্ট করেছে—মানুষ পরিবর্তনের অপেক্ষায় এবং সে পরিবর্তনের বার্তা নিয়ে এগিয়ে যাচ্ছেন মুহাম্মদ নুরজ্জামান লিটন।