ভোলাহাট( চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
মোঃ শাহ কবির
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার সহায়তা প্রণোদনা কর্মসূচির শুভ উদ্বোধন ২০ অক্টোবর সোমবার সকাল ১০টায় উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুলতান আলী। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত দায়িত্ব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ( ভূমি ) মোঃ শামীম হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ নাসিম আলী এবং উপজেলা আরডিও মোঃ সবুজ আলী। যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম কবিরাজ
সহ অন্যান্যরা ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে গম, সরিষা, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মসুর, খেসারি ও অড়হড়সহ বিভিন্ন ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ভোলাহাট উপজেলায় মোট ৪৪৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে প্রণোদনা বরাদ্দ দেওয়া হয়েছে।
প্রতি কৃষক ১ বিঘা জমির জন্য একটি মাত্র ফসলের বীজ ও রাসায়নিক সার পাবেন। গমের জন্য ২০ কেজি বীজ, সরিষার জন্য ১ কেজি, চিনাবাদামের জন্য ১০ কেজি, শীতকালীন পেঁয়াজের জন্য ১ কেজি, মুগের জন্য ৫ কেজি, মসুরের জন্য ৫ কেজি, খেসারির জন্য ৮ কেজি এবং অড়হড়ের জন্য ২ কেজি বীজের সঙ্গে ডিএপি ও এমওপি সার বিতরণ করা হবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “সরকারের এই প্রণোদনা কর্মসূচি কৃষকদের উৎসাহিত করবে এবং রবি মৌসুমে ফসল উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।