ভুয়া ফেসবুক পেইজে গুজব ছড়ানোর প্রতিবাদ মহারাজপুর ইউপি চেয়ারম্যান রাজনের
- আপডেট সময় : ০২:০১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫ ২৯৯ বার পড়া হয়েছে

গণমাধ্যমের নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে “চাঁপাই জার্নাল” নামের ভুয়া পেইজ ও অনিবন্ধিত-ভুয়া অনলাইন পোর্টালে জনপ্রতিনিধি ও অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে নিয়ে মিথ্যা, বানোয়াট, কুরুচিপুর্ণ তথ্য প্রচারের প্রতিবাদ জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাহিদ ইসলাম রাজন। ইউপি চেয়ারম্যান রাজন বলেন, জনগণের প্রত্যক্ষ ভোটে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে সুনামের সাথে দীর্ঘদিন ধরে কাজ করছি। সমাজের অসহায় দরিদ্র খেটে-খাওয়া দিনমজুর শ্রেণীর মানুষের জন্য দিনভর উন্নয়নমূলক কার্যক্রমে নিযুক্ত থাকি।
তিনি আরও জানান, আমার সাফল্য ও কর্মযজ্ঞ দেখে ইর্ষান্নিত হয়ে একটি মহল নানরকম ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৩ অক্টোবর) অনুমোদনহীন ভুয়া একটি ফেসবুক পেইজ “চাঁপাই জার্নাল” থেকে একটি মিথ্যা বানোয়াট অভিযোগ তুলে ভিডিও প্রচার করা হয়। সেখানে আমার অনুমতি বা মন্তব্য ছাড়াই মহারাজপুর ইউনিয়ন পরিষদ ও আমার ছবি ব্যবহার করা হয়। এমনকি সেই ভিডিও-তে আমাকে নিয়ে অযাচিত ও কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে।
ইউপি চেয়ারম্যান নাহিদ ইসলাম রাজন জানান, আমাকে সামাজিকভাবে হেনস্তা করতে এমন গুজব ও মিথ্যা তথ্য ছড়ানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। সেই সাথে পেশাদার সাংবাদিক ভাইদের আহ্বান জানায়, ঘটনাটি সুষ্ঠ-নিরপেক্ষ অনুসন্ধান করে প্রকৃত সত্য প্রচার এবং এসব গুজব রটনাকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার। এনিয়ে আদালতে তথ-প্রযুক্তি ও মানহানির মামলা দায়েরের প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানান তিনি।
মো. নাহিদ ইসলাম রাজন
ইউপি চেয়ারম্যান, মহারাজপুর ইউনিয়ন পরিষদ, চাঁপাইনবাবগঞ্জ।



















