চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের জন্য আনুষ্ঠানিকভাবে অনলাইন পেমেন্ট সেবা চালু হলো। রোববার (২৬ অক্টোবর) বেলা ১২টায় কলেজ ও সোনালী ব্যাংক পিএলসির মধ্যে করপোরেট অনলাইন পেমেন্ট চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তিতে কলেজের পক্ষে স্বাক্ষর করেন অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার এবং সোনালী ব্যাংক পিএলসির পক্ষে উপমহাব্যবস্থাপক মো. মোর্শেদ ইমাম।
কলেজ কর্তৃপক্ষ জানান, এখন থেকে এই কলেজের শিক্ষার্থীরা ভর্তি, ফরম পূরণ, সেশন চার্জসহ বিভিন্ন ফি অনলাইনে পরিশোধ করতে পারবে। শিক্ষার্থীরা সোনালী ব্যাংকের ‘সোনালী পেমেন্ট গেটওয়ে (এসপিজি)’ ব্যবহার করে যেকোনো মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস, এটিএম কার্ড, ডেবিট/ক্রেডিট কার্ড, মাস্টারকার্ডসহ ডিজিটাল পেমেন্ট পদ্ধতিতে অর্থ প্রদান করতে পারবে।