সংবাদ শিরোনাম ::
গোমস্তাপুরে চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশনের আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় আলাবকস মেমোরিয়াল ডিগ্রি কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত তানোরে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু! রাজশাহীতে নার্স ধ’র্ষণের অভিযোগে চিকিৎসক কারাগারে মসজিদ থেকে তুলে নিয়ে মারধরের পর উল্টো সন্ত্রাসীদের থানায় মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন চলতি মৌসুমে গোমস্তাপুরে ১২ হাজার ৩ শত জন কৃষক পাবে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তানোরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করলেন বিএনপি নেতা হযরত আলী চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে অনলাইন পেমেন্ট সেবা চালু রাজশাহী মডেল প্রেসক্লাব নির্বাচনে আলোচনার কেন্দ্রে এশিয়ান টিভির প্রতিনিধি সোহাগ আলী

রাজশাহীতে নার্স ধ’র্ষণের অভিযোগে চিকিৎসক কারাগারে

সোহানুল হক পারভেজ রাজশাহী বিভাগীয় প্রধান :
  • আপডেট সময় : ১২:৫৯:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫ ৫০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীর একটি বেসরকারি ক্লিনিকে নার্সকে ধর্ষণের অভিযোগে আহসান হাবিব (২৯) নামে এক চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে নগরের লক্ষ্মীপুর এলাকার আল-আরাফাহ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার থেকে তাকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

আহসান হাবিব নওগাঁ জেলার বাসিন্দা। তিনি রাজশাহীর ওই ক্লিনিকে আবাসিক মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। মামলার এজাহার অনুযায়ী, গত ৮ সেপ্টেম্বর দিবাগত রাতে ক্লিনিকের চেম্বারে বিয়ের প্রলোভন দেখিয়ে এক নার্সকে ধর্ষণ করেন তিনি।

ভুক্তভোগী নার্স (২৫) অন্য একটি বেসরকারি ক্লিনিকে চাকরি করেন। দুবছর আগে ফেসবুকের মাধ্যমে আহসান হাবিবের সঙ্গে তার পরিচয় হয়। এরপর বিয়ের আশ্বাসে চিকিৎসক তাকে ঢাকার চাকরি ছেড়ে রাজশাহীতে নিয়ে আসেন। পরে বিয়ে না করে ভাড়া বাসায় এবং ক্লিনিকে তার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

সম্পর্ক চলমান থাকলেও সম্প্রতি চিকিৎসক যোগাযোগ বন্ধ করে দেন। পরে ভুক্তভোগী জানতে পারেন, আহসান হাবিব অন্যত্র বিয়ে করেছেন। বিষয়টি জানার পর তিনি গত ২৩ সেপ্টেম্বর রাজপাড়া থানায় ধর্ষণের মামলা করেন।

রাজপাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল আলিম জানান, মামলার পর ভুক্তভোগী নার্স রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসা নেন। পরে তদন্তের অংশ হিসেবে অভিযুক্ত চিকিৎসককে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

এ ঘটনায় আল-আরাফাহ ক্লিনিকের পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, “ঘটনার বিষয়ে বিস্তারিত জানি না। মামলায় ক্লিনিকের নাম আসার পরই ডা. আহসান হাবিবকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে নার্স ধ’র্ষণের অভিযোগে চিকিৎসক কারাগারে

আপডেট সময় : ১২:৫৯:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

রাজশাহীর একটি বেসরকারি ক্লিনিকে নার্সকে ধর্ষণের অভিযোগে আহসান হাবিব (২৯) নামে এক চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে নগরের লক্ষ্মীপুর এলাকার আল-আরাফাহ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার থেকে তাকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

আহসান হাবিব নওগাঁ জেলার বাসিন্দা। তিনি রাজশাহীর ওই ক্লিনিকে আবাসিক মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। মামলার এজাহার অনুযায়ী, গত ৮ সেপ্টেম্বর দিবাগত রাতে ক্লিনিকের চেম্বারে বিয়ের প্রলোভন দেখিয়ে এক নার্সকে ধর্ষণ করেন তিনি।

ভুক্তভোগী নার্স (২৫) অন্য একটি বেসরকারি ক্লিনিকে চাকরি করেন। দুবছর আগে ফেসবুকের মাধ্যমে আহসান হাবিবের সঙ্গে তার পরিচয় হয়। এরপর বিয়ের আশ্বাসে চিকিৎসক তাকে ঢাকার চাকরি ছেড়ে রাজশাহীতে নিয়ে আসেন। পরে বিয়ে না করে ভাড়া বাসায় এবং ক্লিনিকে তার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

সম্পর্ক চলমান থাকলেও সম্প্রতি চিকিৎসক যোগাযোগ বন্ধ করে দেন। পরে ভুক্তভোগী জানতে পারেন, আহসান হাবিব অন্যত্র বিয়ে করেছেন। বিষয়টি জানার পর তিনি গত ২৩ সেপ্টেম্বর রাজপাড়া থানায় ধর্ষণের মামলা করেন।

রাজপাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল আলিম জানান, মামলার পর ভুক্তভোগী নার্স রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসা নেন। পরে তদন্তের অংশ হিসেবে অভিযুক্ত চিকিৎসককে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

এ ঘটনায় আল-আরাফাহ ক্লিনিকের পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, “ঘটনার বিষয়ে বিস্তারিত জানি না। মামলায় ক্লিনিকের নাম আসার পরই ডা. আহসান হাবিবকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।”