তানোরে অভ্যন্তরীন বোরো ধান চাল সংগ্রহের শুভ উদ্বোধন

- আপডেট সময় : ০৩:২৫:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫ ৩ বার পড়া হয়েছে

সোহানুল হক পারভেজ রাজশাহী বিভাগীয় প্রধান : রাজশাহী তানোরে অভ্যন্তরীণ বোরো ধান – চাল সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
১২ই মে সমবার বিকেলে তানোর সরকারি খাদ্য গুদাম প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে ২০২৫ সালের বোরো ধান – চাল সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ মলিউজ্জামান সজীব এর সভাপতিত্বে এতে উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এলএসডি) মুকুল টুডু তানোর পৌর ছাত্রদলের সাধারন সম্পাদক ও তানোর চাতাল মালিক সমিতির সাধারন সম্পাদক শাহিন সরকার রঞ্জু, ধান, চাল ও চাতাল মালিক সমিতির কোষাধ্যক্ষ ব্যবসায়ী জামিলুর রহমান,
কামারগাঁ খাদ্য গুদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা (এল এস ডি)মোঃ আতিকুর রহমান, সহ খাদ্য বিভাগের কর্মকর্তা কর্মচারী, মিল মালিক, গণমাধ্যম কর্মী, প্রান্তিক পর্যায়ের কৃষকরা উপস্থিত ছিলেন।
তানোর এলএসডি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুকুল টুডু বলেন, ২০২৫ সালের অভ্যন্তরীণ বোরো সংগ্রহ কার্যক্রমের অংশ হিসেবে ৪৯ টাকা কেজী দরে অটো ও হাস্কিং মিল থেকে ৬২০ মেট্রিক টন সিদ্ধ চাল ও ৩৬ টাকা কেজী দরে ১০৭২ মেট্রিক টন বোরো ধান সংগ্রহ করা হবে। আগামী ৩১ শে আগস্ট এ কার্যক্রম চলবে।