দ্বীনের আলো ছড়াচ্ছে তেলকুপি বিশ্বাসটোলা নূরানী, হাফেজিয়া ও এতিমখানা মাদ্রাসা।

- আপডেট সময় : ০৩:১৯:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫ ১২০ বার পড়া হয়েছে

আরাফাত হোসেন, শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি।
আজ শিবগঞ্জের তেলকুপি বিশ্বাসটোলা জামে মসজিদের দোতলায় আলোর পথে স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে ইসলামীক অলিম্পিয়াড (কুইজ) প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব মোঃ আবুবকর সিদ্দিক (ইসলামিক ব্যাক্তিত্ব)
এসময় মাওঃ মোহাঃ আক্তার হোসেন মন্ডল, (সিনিয়র শিক্ষক) উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ বাইজুল ইসলাম (ডাক্কু), সাবেক সেক্রেটারি; তেলকুপি বিশ্বাসটোলা জামে মসজিদ।
আরও উপস্থিত ছিলেন, হাফেজ ক্বারী মাওঃ মোহাঃ আব্দুল হালিম, মুহতামিম; মাওঃ মোঃ আব্দুর রহিম, সহকারী শিক্ষক (আরবী); মোঃ মোমিনুল ইসলাম, সহকারী শিক্ষক (বাংলা); মোঃ ময়েজ উদ্দিন, সহকারী শিক্ষক (ইংরেজি); তেলকুপি বিশ্বাসটোলা নূরানী, হাফেজিয়া ও এতিমখানা মাদ্রাসা।
প্রসঙ্গত: পবিত্র মাহে রমজান (২০২৫) উপলক্ষ্যে রমজান মাসে অনুষ্ঠিতব্য তেলকুপি বিশ্বাসটোলা নূরানী, হাফেজিয়া ও এতিমখানা মাদ্রাসায় আলোর পথে স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে ইসলামীক সাধারণ জ্ঞানের উপর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
শিবগঞ্জ উপজেলাধীন শাহবাজপুর ইউনিয়নে ২০১৪ সালে স্থাপিত হয়ে অদ্যাবধি তেলকুপি বিশ্বাসটোলা নূরানী, হাফেজিয়া ও এতিমখানা মাদ্রাসা টি সুনামের সাথে শিক্ষার মান উন্নয়নে সহায়তা ভুমিকা পালন করে আসছে। মাদ্রাসা টি অত্র এলাকায় আলোর দিশারী হিসেবে কাজ করে যাচ্ছে, দ্বীনের আলো ছড়াচ্ছে প্রতিনিয়ত। আজ প্রতিষ্ঠানটির মাসিক পরিক্ষার ফলাফল ঘোষণা করা হয় এবং সকল বিভাগে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ করা হয়। অত্র মাদ্রাসাটি বিভিন্ন স্তরের লোকজন সংগঠন, জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান কর্তৃক আয়োজিত বিভিন্ন সময় বিভিন্ন প্রতিযোগিতায় ভালো ফলাফলের স্বীকৃতি মূলক পুরষ্কার প্রাপ্ত হয়েছে।