তানোরে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
- আপডেট সময় : ০২:১৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫ ১৭ বার পড়া হয়েছে

সেহানুল হক পারভেজ রাজশাহী বিভাগীয় প্রধান : রাজশাহীর তানোরে মোটরসাইকেল দুর্ঘটনায় সেতাবুর রহমান সেতু (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (২ জুলাই) দুপুর দেড়টার দিকে তানোর পৌরসভার তালন্দ বাজারে ওয়ালটন শোরুমের সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতিতে আসা দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন গুরুতর আহত হন। আহতদের মধ্যে একজনের হাতের দুই জায়গায় হাড় ভেঙে যায় এবং অপরজনের বুকে প্রচণ্ড আঘাত লাগে। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) রেফার্ড করেন।
পরে রামেকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সেতাবুর রহমান সেতু। তিনি উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েল গ্রামের বাসিন্দা।
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠিয়েছিলাম। তবে তার আগেই স্থানীয়রা আহতদের রামেকে নিয়ে যান। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”



















