চিহ্নিত রিয়াজুলের মাদক বিক্রির রমরমা ব্যবসা
- আপডেট সময় : ০৭:২২:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫ ৪৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ
পুলিশ প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলী প্রদর্শন পূর্বক প্রকাশ্যে মারনঘাতী চোলাই মদের কারবার করে আসছে কুহাড় নিবাসী মৃত হারেজ উদ্দীনের পুত্র রিয়াজুল (৫০)। এতে যুবসমাজ ধ্বংসের প্রায় দ্বারপ্রান্তে। তার তৈয়ারকৃত চোলাই মদ তথা চোয়ানি পানে সম্প্রতি নূর ইসলাম (৩৫) নামক এক যুবকের মৃত্যু ঘটলে বিষয়টি প্রশাসনের নজরে আসে। প্রথমে অভিযান চালিয়ে মদ তৈরির নানান তৈজসপত্র উদ্ধার করে থানায় আনা হয় এবং কোনো এক অদৃশ্য কারণে তাকে সুধরানোর অযুহাত দেখিয়ে সতর্ক করার নাম করে ছেড়ে দেওয়া হয়। কিন্ত সে নিজেকে না শুধরিয়ে বরং ব্যবসার গতি তরান্বিত করে। গুন্জন চলমান– বিএনপি পন্থী কোনো এক লোকাল নেতার যোগসাজশে সে এমন সমাজবিরোধী ও দেশদ্রোহী অপকর্মে লিপ্ত।
কিন্তু পরিস্থিতি সব সময় কি একই নিয়মে চলে? বিনএনপি একটি স্বনামধন্য দল। তারা “নেশাকে না” বলার যোগ্যতা রাখে। দলীয় মুখপাত্র স্বয়ং যেখানে বলেছেন,
“দলীয় ইমেজ ক্ষুণ্ন হয়–এমন কোনো কাজকে প্রশ্রয় দেওয়া যাবে না”।
সেই বিবেচনায় আশা করা যেতেই পারে, তাকে ইন্ধন যোগায় এমন কোনো নেতা যদি নেপথ্যে থেকেও থাকে, আপন অস্তিত্ব রক্ষার তাগিদে সার্বক্ষণিক হয়তো শামিল হবে না।
অতএব, সামাজিক বিশৃঙ্খলা এড়াতে ও যুবসমাজের মঙ্গল বিবেচনায় প্রশাসনের ফলপ্রসূ পদক্ষেপ এখন সময়ের দাবী






















