শিক্ষাখাতে ধর্মীয় ও নৈতিক শিক্ষা বাধ্যতামূলক করার দাবি: রাজশাহীতে শিক্ষক প্রতিনিধি সম্মেলন
- আপডেট সময় : ০৭:৩৩:৪০ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫ ৭৭ বার পড়া হয়েছে

📍 রাজশাহী, শনিবার, জুলাই ২০২৫
✍️ স্টাফ রিপোর্টার: আবু রায়হান
রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে উপজেলা শিক্ষক প্রতিনিধি সম্মেলন, যেখানে দেশের শিক্ষা ব্যবস্থায় ধর্মীয় ও নৈতিক শিক্ষা বাধ্যতামূলক করার দাবি জোরালোভাবে উত্থাপন করেছেন বক্তারা। সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, রাজশাহী জেলা শাখা।
বক্তারা বলেন, “বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসা জাতীয়করণ এবং নন-এমপিও প্রতিষ্ঠানসমূহ এমপিওভুক্ত করা সময়ের দাবি।” তারা আরও বলেন, দেশের সকল মসজিদে মক্তব (প্রাথমিক কুরআনিক শিক্ষা) চালু করা উচিত এবং শিক্ষার প্রতিটি স্তরে আল-কুরআন স্টাডি বাধ্যতামূলক করতে হবে।
🔶 বক্তাগণ আরও যা বলেন:
সম্মেলনে উপস্থিত ছিলেন অধ্যাপক আব্দুল খালেক (প্রধান উপদেষ্টা), ড. মো. ওবায়দুল্লাহ (সভাপতি), মাওলানা এ এফ এম ইসমাইল আলম আল হাসানী, অধ্যক্ষ আব্দুল মান্নান, অধ্যক্ষ আব্দুল হামিদ, মাষ্টার আব্দুল আজিজ, আবু হানিফ ও অধ্যাপক মিনহাজুল ইসলামসহ আরও অনেকে।
তাঁরা বলেন, “বিগত সরকারের আমলে পাঠ্যবইয়ে এলজিবিটিকিউ ও সমকামিতার মতো আপত্তিকর বিষয় অন্তর্ভুক্ত করে শিক্ষার্থীদের নৈতিক অবক্ষয়ের দিকে ঠেলে দেওয়া হয়েছে।”
তারা অভিযোগ করেন, পাঠ্যবই সংস্কারের নামে মুসলিম সমাজের আকিদা-বিশ্বাসকে আঘাত করা হয়েছে এবং নৈতিকতা-সম্পন্ন শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করার অপচেষ্টা হয়েছে।
🔸 বক্তাদের দাবিসমূহ:
পাঠ্যবইয়ে হযরত মুহাম্মদ (সা.) ও খুলাফায়ে রাশেদিনদের জীবনী পুনরায় অন্তর্ভুক্ত করতে হবে
শিক্ষা মন্ত্রণালয়ের কমিটিতে আলেম, ইসলামী চিন্তাবিদ ও নৈতিক শিক্ষাবিদদের অন্তর্ভুক্ত করতে হবে
নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধবিরোধী সকল পাঠ্যবস্তু বাতিল করতে হবে
সম্মেলনে বক্তারা জানান, “শিক্ষা ব্যবস্থা থেকে যদি নৈতিকতা ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি সরিয়ে দেওয়া হয়, তাহলে জাতি একটি দিকহারা ও চারিত্রিকভাবে দুর্বল প্রজন্ম পাবে, যা দেশের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে।”
📌 আয়োজক:
বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, রাজশাহী জেলা
🖋️ রিপোর্ট: আবু রায়হান
📅 প্রকাশিত: জুলাই ১২, ২০২৫



















