জামায়াতের বিরুদ্ধে অসত্য তথ্য প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ
- আপডেট সময় : ০৩:১৪:১৭ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫ ৯৭ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের একটি রিপোর্টের ভুল ব্যাখ্যা দিয়ে কয়েকটি জাতীয় দৈনিকে যে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য প্রকাশিত হয়েছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি।
২৬ জুলাই ২০২৫ তারিখে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, “যুক্তরাষ্ট্রের ইউনাইটেড স্টেটস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম (ইউএসসিআইআরএফ)-এর বরাত দিয়ে কয়েকটি জাতীয় দৈনিকে ‘বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা নিয়ে উদ্বেগ যুক্তরাষ্ট্রের’ শিরোনামে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে, তাতে জামায়াতকে ঘিরে প্রকাশিত তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন।”
তিনি অভিযোগ করেন, “রিপোর্টটিতে বলা হয়েছে, জামায়াতে ইসলামী নাকি আংশিক সমর্থন জানিয়ে ‘বহুত্ববাদ’ শব্দটির পরিবর্তে বাংলা বিকল্প ‘বহুসংস্কৃতিবাদ’ ব্যবহারের পক্ষে মত দিয়েছে। অথচ ইউএসসিআইআরএফ-এর দক্ষিণ এশিয়া বিষয়ক বিশ্লেষক সীমা হাসান রচিত মূল রিপোর্টে এমন কোনো বক্তব্য নেই। এটি সরাসরি মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যপ্রচার।”
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, “বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আমরা জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে বসে স্পষ্টভাবে বলেছি, সংবিধানে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ এবং ‘বিসমিল্লাহির রাহমানির রাহীম’ পুনঃসংযোজনের দাবি জানানো হয়েছে। এই দাবি ২৬ জুন তারিখে বিভিন্ন জাতীয় দৈনিকেও প্রকাশিত হয়েছে।”
উল্লেখ্য, গত ২৫ জুন রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের আলোচনায় অংশ নিয়ে জামায়াতের নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের গণমাধ্যমকে বলেন, “সিপিবি ও দুই-একটি বাম দল ছাড়া অধিকাংশ রাজনৈতিক দলই জামায়াতের উত্থাপিত প্রস্তাবের সঙ্গে একমত।”
অ্যাডভোকেট জুবায়ের বলেন, “আমরা সংশ্লিষ্ট মহল এবং যুক্তরাষ্ট্রের ইউএসসিআইআরএফ-এর বিশ্লেষক সীমা হাসানের প্রতি আহ্বান জানাই যেন তারা জামায়াতের বিরুদ্ধে এ ধরনের মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রকাশ থেকে বিরত থাকেন এবং আমাদের এই প্রতিবাদ যথাযথভাবে প্রকাশ করে বিভ্রান্তি দূর করেন।”



















