দুইলাখ টাকা অর্থদন্ড দিলো তানোরের মহানগর ক্লিনিক
- আপডেট সময় : ০৭:১৮:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫ ২৭ বার পড়া হয়েছে

সোহানুল হক পারভেজ রাজশাহী বিভাগীয় প্রধান : রাজশাহীর তানোরের ‘মহানগর’ ক্লিনিকে ভুল অপারেশনে রোগীর কিডনি ক্ষতির অভিযোগে ভ্রাম্যমান আদালত বসিয়ে দুই লাখ টাকা অর্থদন্ড করা হয়েছে। তাৎক্ষণিকভাবে এই দন্ডের টাকা আদায় করে সরকারি কোষাগারে জমা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে অভিযান চালানো হয়। এছাড়া এক মাসের মধ্যে বৈধ কাগজপত্র ও প্রশিক্ষিত চিকিৎসক ও পর্যাপ্ত জনবল নিয়োগ দিয়ে ক্লিনিক পরিচালনার নির্দেশনা দেয়া হয়।
জানা গেছে, বৈধ কাগজপত্র ছাড়াই দীর্ঘদিন ধরে স্থানীয় প্রভাবশালী ব্যক্তি ও আয়া নার্স দিয়ে চিকিৎসা কার্যক্রম চালিয়ে আসছিল। অপারেশন থিয়েটারে ছিল না প্রশিক্ষিত চিকিৎসক ও পর্যাপ্ত জনবল। নোংরা ও অনিরাপদ পরিবেশে চালু ছিল অপারেশন থিয়েটার। এমন পরিবেশে ১১ জুলাই এক নারীর অ্যাপেন্ডিসাইটিসের ভুল অপারেশন করা হয়। এসব অনিয়মের অভিযোগ পেয়ে ক্লিনিক মালিকের দুই লক্ষ টাকা অর্থদন্ড করা হয়। একই সঙ্গে সিলগালা করা হয় ক্লিনিকের অপারেশন থিয়েটার।
তানোর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিয়াকত সানমান বলেন, মানহীন চিকিৎসার জন্য জনস্বাস্থ্য রক্ষায় ওই ক্লিনিক মালিকের বিরুদ্ধে দুই লক্ষ টাকা অর্থদন্ড আদায় করে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। আর এক মাসের মধ্যে বৈধ কাগজপত্র ও প্রশিক্ষিত চিকিৎসক ও পর্যাপ্ত জনবল দেখিয়ে ক্লিনিক পরিচালনার জন্য নির্দেশনা দেয়া হয়। অপচিকিৎসা ও অনুমোদিত কার্যক্রমে আমরা কোনো ছাড় দেব না। জনস্বাস্থ্য নিয়ে খেলা চলতে দেওয়া হবে না বলে জানান ইউএনও।






















