তানোরে ৩০ কেজি কার্ডের চাল পেলেন বিএনপি নেতার স্ত্রী,বাঁধাইড় ইউপিবাসীর চরম ক্ষোভ
- আপডেট সময় : ১২:৩৩:২৫ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৭ বার পড়া হয়েছে

সোহানুল হক পারভেজ রাজশাহী বিভাগীয় প্রধান : রাজশাহীর তানোর উপজেলার বাধাইড় ইউনিয়নে সরকার কর্তৃক অসহায় ও দরিদ্র পরিবারের জন্য বরাদ্দ করা ৩০ কেজির চাল বিতরণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, প্রকৃত দরিদ্র পরিবার বঞ্চিত হয়ে অর্থশালী ও সম্পদশালী ব্যক্তিরা কার্ড পাচ্ছেন।
স্থানীয় বাসিন্দা মোসা: সোনাভান বিবি (৪১), স্বামী: মহিবুর রহমান সম্প্রতি উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি অভিযোগে উল্লেখ করেন, ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে প্রভাবশালী ও বিত্তবান বহু পরিবারকে ৩০ কেজির চালের কার্ড দেওয়া হয়েছে। অথচ যারা প্রকৃত অর্থে অসহায় ও দরিদ্র, তারা এ সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।
অভিযোগে নির্দিষ্ট করে উল্লেখ করা হয়েছে, মাস্টার রোল নাম্বার ২৩৩-এর কার্ডধারী মোছা: আয়েশা আক্তার সোনিয়া (আইডি নাম্বার: ৮২৩৪৮৬৯১৪০), সাং: জুমারপাড়া, বাধাইড় ইউনিয়ন— তার স্বামী জারজিস প্রায় ৩০ বিঘা আবাদি জমির মালিক। তাকে সরকারি ভর্তুকির এই চালের কার্ড দেওয়া হয়েছে। অভিযোগকারীর দাবি, এরকম আরও অনেক বিত্তবান ব্যক্তি এই তালিকায় অন্তর্ভুক্ত রয়েছেন।
মোসা: সোনাভান বিবি বলেন,
“আমরা যারা সত্যিকার অর্থে অসহায়, তারা বঞ্চিত হচ্ছি। অথচ যাদের অনেক জমি-জমা আছে, তারা সরকারি কার্ড পাচ্ছে। বিষয়টি সঠিকভাবে তদন্ত করা হলে বহু দরিদ্র পরিবার উপকৃত হবে।”
এ বিষয়ে উপজেলা প্রশাসন এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য দেয়নি। তবে ভুক্তভোগীরা দ্রুত তদন্ত করে প্রকৃত দরিদ্রদের অধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এ বিষয়ে বাঁধাইড় ইউপি বিএনপির সাংগঠনিক সম্পাদক জার্জিস মোল্লাকে ফোন দেয়া হলে তিনি তার মুঠোফোন রিসিভ করেননি।
এনিয়ে তানোর উপজেলার মনির ভাই অফিসার লিয়াকত সালমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থার নেয়া হবে বলে জানান তিনি।






















