ভোলাহাটে ক্যান্সার সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত!!
- আপডেট সময় : ১২:৩৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫ ২২ বার পড়া হয়েছে

মোঃ শাহ কবির ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে “বাংলাদেশর ক্যান্সার শিক্ষা এবং সচেতনতা” কর্মসূচীর আওতায় মহিলাদের মধ্যে ক্যান্সার বিস্তার ও প্রতিরোধ বিষয়ক সেমিনার আয়োজনের জন্য সাইফুন্নেসা-মকবুল দাতব্য চিকিৎসালয় ভোলাহাট মনোনিত হওয়ায় সে লক্ষ্যে পল্লীমঙ্গল ইন্সটিটিউট অফ সাইন্স এণ্ড টেকনোলজি কলেজ মিলনায়তনে সোমবার (১৫ সেপ্টেম্বর ২০২৫) সকাল ৯টায় স্থানীয় মহিলা-পুরুষদের নিয়ে ক্যানসার সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ডাইসিন গ্রুপের সহযোগিতায় ও সাইফুন্নেসা-মকবুল দাতব্য চিকিৎসালয়ের প্রতিষ্ঠাতা মোহাম্মদ মিজানুর রহমানের সার্বিক তত্বাবধানে ক্যানসার সম্পর্কে স্থানীয় সাধারণের সচেতনতামূলক এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ডাইসিন গ্রুপের পরিচালক রেজওয়ানুর রহমান, ডাইসিন গ্রুপের জিএম-ওয়্যার হাউজ আবুল কালাম আজাদ, প্রফেসর ডাঃ মুশতাক ইবনে আইয়ুব- বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক প্রফেসর ডাঃ সাবিনা ইয়াসমিন-ডিপার্টম্যান্ট অফ জিনেটিক ইঞ্জিনিয়ারিং অফ বায়োটেকনোলজি ইউনিভার্সিটি অফ ঢাকা, ডাঃ কানিজ ফাতিমা ও ডাইসিন গ্রুপের কর্মকর্তাগণ ।এ সময় ক্যানসার সচেতনতা বিষয়ে বক্তারা বলেন, ক্যান্সার একটি মারাত্মক রোগ হলেও সচেতনতা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও সঠিক জীবনযাপনের মাধ্যমে এর ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব । আরোও উপস্থিত ছিলেন ডাক্তার ও অতিথিগণ সহ ছাত্র ছাত্রীরা ।
ছবিক্যাপশনঃ ভোলাহাটে ক্যানসার সচেতনতামূলক সভায় মহিলা-পুরুষদের মাঝে সচেতনের জন্য বক্তব্য রাখছেন, অনুষ্ঠানের চেয়ারম্যান, পরিচালক ও ডাক্তারগ।
মোঃ শাহ কবির
০১৭৩৪৯৭০৭২০
প্রতিনিধি, ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ),
১৫.০৯.২০২৫ ইং






















