ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জিউপাড়া ইউনিয়নের সৈয়দপুর বাজারে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৫:৪৭:০৬ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫ ১১০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : আবু রায়হান
আজ শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ৪:৩০ ঘটিকায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী জিউপাড়া ইউনিয়নের উদ্যোগে এক নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয় তারপর সৈয়দপুর বাজারে গনসংযোগ করেন মুহাম্মদ নুরুজ্জামান লিটন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন রাজশাহী জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে জমায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ নুরুজ্জামান লিটন।
তিনি তার বক্তব্যে বলেন, আমরা আর ভোটার শুন্য ডামি নির্বাচন চাইনা তাই জনগনের দাবি ফ্যাসিবাদের বিচার ও কাঙ্খিত সংস্কার প্রয়োজন তবেই দেশে একটি সুষ্ঠ নির্বাচন সম্ভব।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শুরা ও কর্ম পরিষদ সদস্য রাজশাহী জেলা মাওঃ আহমদ উল্লাহ, মাওলানা মোঃ হাফিজুর রহমান। পুঠিয়া উপজেলার ভারপ্রাপ্ত আমীর মাওলানা মোঃ শহীদুল ইসলাম, পুঠিয়া উপজেলা সেক্রেটারি এএইচএম মুনছুরুল হক।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি আমিনুল ইসলাম ডালিম ও বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ হারান।
সমাবেশটি জমায়াতে ইসলামী মনোনীত জিউপারা ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রুহুল আমিন সভাপতিত্বে সম্পন্ন হয়


















