চাঁপাইনবাবগঞ্জে ডায়াবেটিস মুক্ত সুস্থ জীবন স্লোগানে আরগনের সেমিনার।
- আপডেট সময় : ০৫:১১:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫ ১১৫ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ ফুড ক্লাব সেমিনার রুমে ১৬-১০-২৫ বৃহস্পতিবার আরগন ফার্মাসিউটিক্যাল আয়ুর্বেদিক সাইন্টিফিক সেমিনারের বক্তব্যে আর্গন আয়ুর্বেদিক সাইন্টিফিক
কোম্পানির সিও আনোয়ার হোসেন বলেছেন বাংলাদেশে বর্তমানে
ডায়াবেটিস একটি মহামারী অসুখ হিসেবে উপনীত হয়েছেন।
আর মহামারী ডায়াবেটিসের জন্য নিরাপদ স্বাস্থ্যসম্মত অর্গানিক প্রোডাক্ট আমাদের ডায়া কেয়ার শরীরে অর্গানিকভাবে কাজ করে।
যার কোন পার্শ্ব প্রতিক্রিয়া নাই।
স্থায়ীভাবে ডায়াবেটিস নিরাময় করে আমাদের এই প্রোডাক্টটি।
ডায়াবেটিস কোন মারাত্মক রোগ নয়, আমরা প্রতিনিয়ত খাবারের সাথে যে বিষ খাচ্ছি, তা আমাদের শরীরে হরমোন নিঃসরণে বাধা সৃষ্টি করছে। আর আমাদের হরমোন ঘাটটির কারণে আমরা নানা রকম রোগে ভুগছি।ডায়াবেটিস হলো এমনই একটি রোগ, যেখানে ইনসুলিন হরমোনের ঘাটতির কারণে আমাদের রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যায়। এর জন্য ডাক্তার আমাদের ইনসুলিন উৎপাদনকারী আগ্নেয়েশন বিটা সেলগুলোর ট্রিটমেন্ট না করে কেমিক্যাল দিয়ে তৈরি ইনসুলিন ইনজেক্ট করতে উপদেশ দেন। এদিকে আবার খাবারের মাত্রাও কমিয়ে দিতে বলেন। যা একটি সুস্থ শরীর আস্তে আস্তে আরও অসুস্থতার দিকে চলে যায়। তাই আমাদের আগলাশয়ের ট্রিটমেন্টের প্রয়োজন যাতে করে ইনসুলিন হরমোন আমাদের শরীরে কমে না যায়। তাই আসুন আমরা ডায়াবেটিস সম্পর্কে আরো ভালোভাবে জানি। এবং পুরোপুরি সুস্থ থাকার জন্য ন্যাচারাল ট্রিটমেন্ট গ্রহণ করি।
ইডি মোঃ শাকিল আহমেদের সঞ্চালনায় সেমিনারে উপস্থিত ছিলেন
মোঃ আনোয়ার হোসেন বাবলা সিও,
ডাক্তার তানভীর হোসেন, কজী মোঃ নুরুল আলম সিনিয়র ইডি সার্বিক, ও খলিলুর রহমান এন এস এম।
আলোচনা শেষে ডাক্তার তানভীর হোসেন বলেন
আমাদের প্রোডাক্টগুলো ১০০% কার্যকরী আপনারা সুস্থ থাকার জন্য আমাদের প্রত্যেকটি প্রোডাক্ট ব্যবহার করতে পারেন পার্শ্ব প্রতিক্রিয়া বিহীন ও স্বাস্থ্যসম্মত।






















