তানোরে পৌরসভা ও ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন, স্থানীয় সরকার উপপরিচালক জাকিউল ইসলাম
- আপডেট সময় : ০৫:১৮:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫ ৩৩ বার পড়া হয়েছে

সোহানুল হক পারভেজ রাজশাহী বিভাগীয় প্রধান :রাজশাহীর তানোর উপজেলার বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠান তানোর পৌরসভা, মুণ্ডুমালা পৌরসভা এবং একাধিক ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, রাজশাহী বিভাগের উপপরিচালক (উপসচিব) মো. জাকিউল ইসলাম। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১২টার দিকে তিনি তানোর পৌরসভা, বাধাইড় ইউনিয়ন, সরনজাই ইউনিয়ন, কামারগাঁ ইউনিয়ন পরিষদ ও মুন্ডুমালা পৌরসভা পরিদর্শন করেন। স্থানীয় সরকার উপপরিচালক জাকিউল ইসলাম তানোরে পৌঁছলে প্রথমে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান তানোর উপজেলা নির্বাহী অফিসার নাইমা খান এবং তানোরের নবাগত সহকারী কমিশনার ভূমি শিব শঙ্কর বসাক। ইউনিয়ন পরিষদ পরিদর্শনকালে কামারগা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে চেয়ারম্যান সুফি কামাল মিন্টু ফুলেল শুভেচ্ছা জানান উপপরিচালক মো. জাকিউল ইসলামকে। এ সময় উপস্থিত ছিলেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান, গ্রাম আদালতের সমন্বয়কারী আরিফ, ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল মালেক, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ও গ্রাম পুলিশবৃন্দ। পরিদর্শনের সময় উপপরিচালক ইউনিয়ন পরিষদের চলমান কার্যক্রম, জন্ম ও মৃত্যু নিবন্ধন, ট্যাক্স আদায়, রেজিস্টার খাতা ও নথিপত্র নিবিড়ভাবে পর্যালোচনা করেন। সকল তথ্য সঠিক ও সুশৃঙ্খলভাবে সংরক্ষিত দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং ইউনিয়নের কার্যক্রমের প্রশংসা করেন। তিনি বলেন, “ইউনিয়ন পরিষদ জনগণের সবচেয়ে কাছের প্রতিষ্ঠান। সেবা ও প্রশাসনিক দক্ষতা বৃদ্ধিতে নিয়মিত নথি হালনাগাদ ও স্বচ্ছতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরে উপপরিচালক পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন এবং কামারগাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুফি কামাল মিন্টু ও ইউপি হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর রুবেল-এর দক্ষতার প্রশংসা করেন। এ সময় কামারগাঁ ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশবৃন্দ উপপরিচালক মো. জাকিউল ইসলামকে গার্ড অব অনার প্রদান করেন।



















