বিদ্যুৎ সার্কিটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে জামায়াতের সহায়তা প্রদান
- আপডেট সময় : ০৪:১৬:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫ ১৩৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: আবু রায়হান | ২১ অক্টোবর ২০২৫, রাজশাহী
রাজশাহীর দুর্গাপুর উপজেলায় একটি হৃদয়বিদারক অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো এক পরিবারের পাশে দাঁড়িয়েছে দুর্গাপুর উপজেলা জামায়াতে ইসলামী। দুর্গাপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের পশ্চিম সিংগা এলাকার জয়নাল নামের এক ব্যক্তির বাড়িতে বিদ্যুৎ সার্কিটের মাধ্যমে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে তার ঘরের সকল আসবাবপত্র, পোশাক-আশাক, প্রয়োজনীয় কাগজপত্রসহ সবকিছুই পুড়ে ছাই হয়ে যায়।
এই মর্মান্তিক ঘটনার পরপরই দুর্গাপুর উপজেলা জামায়াত মানবিক সহায়তা নিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ায়। সংগঠনের পক্ষ থেকে খাদ্যসামগ্রীসহ প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হয় এবং আগামীতেও সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেওয়া হয়।
উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ শামীম উদ্দিন, পৌর জামায়াতের আমীর ও মেয়র পদপ্রার্থী নূর আলম, ৬নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী রেজাউল করিম রিপনসহ স্থানীয় ওয়ার্ড এবং উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ জানান, “এই বিপদে আমরা শুধু রাজনীতি নয়, মানবিক দায়বদ্ধতা থেকেই তাদের পাশে এসেছি। ভবিষ্যতেও আমরা সার্বিক সহায়তার চেষ্টা করে যাব।”
এই মানবিক উদ্যোগ স্থানীয় এলাকাবাসীর মধ্যেও প্রশংসা কুড়িয়েছে।



















