চাঁপাইনবাবগঞ্জে ৫ দিন ব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন
- আপডেট সময় : ১০:০১:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫ ৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক ঃ
আজ রবিবার বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) এর উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জ বিসিক জেলা কার্যালয়ে আয়োজিত ২০২৫-২৬ অর্থ বছরে ২য় ব্যাচে নতুন উদ্যোক্তাদের নিয়ে পাঁচ দিন ব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ নাকিব হাসান তরফদার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) চাঁপাইনবাবগঞ্জ। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন জনাব মোঃ সাজিদুল ইসলাম সহকারী মহাব্যবস্থাপক বিসিক জেলা কার্যালয় চাঁপাইনবাবগঞ্জ ও শিল্প নগরী কর্মকর্তা জনাব মোঃ আব্দুর রহিম সহ অংশগ্রহণকারী প্রশিক্ষনার্থী বৃন্দ।
জেলার বিভিন্ন এলাকা থেকে আসা এক দল শিক্ষিত তরুণ ও যুবক উদ্যোক্তাদের নিয়ে “Don’t Seek Job,Creat Job”স্লোগানের মাধ্যমে উক্ত প্রশিক্ষণ কোর্সের ক্লাস টি শুরু করেন।
পরিশেষে প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন বক্তব্য তুলে ধরে বলেন একজন সফল উদ্যোক্তা একাধিক বেকারত্ব মানুষের কর্মসংস্থান দিয়ে থাকেন এছাড়াও দেশের অর্থনৈতিক উন্নয়নে উদ্যোক্তাদের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা।























