শিবগঞ্জের বিনোদপুরে জন্ম-মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত।
- আপডেট সময় : ০৫:৩১:০৬ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫ ২৭ বার পড়া হয়েছে

আরাফাত হোসেন, শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি।
আজ ২৫ আগস্ট ২০২৫ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়ন পরিষদে বাল্যবিবাহ এবং শিশুদের প্রতি সহিংসতা বন্ধ করার বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি, প্রভাব বিস্তারকারী স্টেক হোল্ডার/অংশীজনদের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন, মোহাঃ রুহুল আমিন, অধ্যক্ষ (অব:) ও চেয়ারম্যান; ০৮ নং বিনোদপুর ইউনিয়ন পরিষদ। এসময় আরও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ইউপির প্রশাসনিক কর্মকর্তা, ওয়ার্ড সদস্যবৃন্দ, গ্রাম পুলিশ, উদ্যোক্তাসহ ওয়ার্ল্ড ভিশন কর্তৃপক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
স্থানীয় নেতাগণ, সরকারি-বেসরকারী পেশাজীবি, শিক্ষক মন্ডলী, অভিভাবক, ছাত্র-ছাত্রী, এনজিও প্রতিনিধি, যুবপ্রতিনিধি, শিশু ১২-১৮ বছর বয়সী শিশুদের অংশগ্রহণে স্ট্রেংদেনিং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্প, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে এবং বিনোদপুর ইউনিয়ন পরিষদ, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জের সহযোগিতায় ইউনিয়ন জন্ম-মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটির সদস্য ও সংশ্লিষ্ট অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অধ্যক্ষ (অব:) ও চেয়ারম্যান মোহাঃ রুহুল আমিন সভাপতিত্বের বক্তব্যে: বাল্যবিবাহ রোধে কাজী সাহেবদের হুঁশিয়ারী করে বলেন, আপনার সচেতন থাকলে এ বাল্যবিবাহ রোধ করা সম্ভব। বাল্যবিবাহে কারণে নবজাতকদের জন্ম নিবন্ধন জটিলতা, স্বাস্থ্য ঝুঁকি, যৌতুক দাবি, পারিবারিক কলহ, নারী-শিশু নির্যাতন ও হত্যা এবং বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটছে। তাই আমি বলতে চাই; বাল্যবিবাহ রোধে সচেতনতায় হতে পারে একমাত্র প্রতিকারের উপায়। তাই আসুন আমরা সম্মিলিতভাবে বাল্যবিবাহ রোধে কাজ করি।






















